রাজধানীর খিলগাঁওয়ে মায়ের সামনে ট্রেনের কাটা পড়ল ১০ বছর বয়সী এক শিশু। শনিবার রাত পৌনে ১০টার দিকে খিদমাহ হাসপাতালে পাশে এ ঘটনা ঘটে। এতে রাবেয়া নামের ওই শিশুর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রাবেয়ার স্বজনরা জানান, চিকিৎসক দেখাতে রাবেয়াকে নিয়ে গ্রামের বাড়ি ঝালকাঠি থেকে দক্ষিণ বনশ্রী বোনের বাসায় আসেন মা মুন্নি।
রাতে শান্তিবাগ এলাকায় চিকিৎসক দেখিয়ে রিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় খিদমা হাসপাতালের সামনে রেল লাইনের কাছে মেয়েকে নিয়ে রিকশা থেকে নামেন মুন্নি। এরপর রেললাইন পার হতে গিয়ে মুহূর্তেই তার চোখের সামনে ট্রেনের নিচে কাটা পড়ে মেয়ে রাবেয়া। এতে তার বাম পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় রাবেয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।