ঢাকা
খ্রিস্টাব্দ

বন্ধ হওয়ার পথে জুড়ী বিদ্যুৎ উপকেন্দ্র

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1853681 জন

  • নিউজটি দেখেছেনঃ 1853681 জন
বন্ধ হওয়ার পথে জুড়ী বিদ্যুৎ উপকেন্দ্র
ছবি : সংগৃহীত

কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উপকেন্দ্রটি প্লাবিত হয়েছে। এতে বন্ধ হওয়ার পথে রয়েছে উপকেন্দ্রটি। বুধবার (১৯ জুন) জুড়ীর ওই উপকেন্দ্রে গিয়ে এ পরিস্থিতি দেখা যায়।


সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রানীমোড়া এলাকায় জুড়ী-বটুলি শুল্ক স্টেশন সড়কের এক পাশে উপকেন্দ্রটি অবস্থিত।



সামনের সড়কে ও উপকেন্দ্রের ভেতরে পানি। বিদ্যুতের দুটি ট্রান্সফরমার ডুবে যাবার পথে। আশপাশের বাড়িঘর প্লাবিত হয়ে লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।


স্থানীয়দের অভিযোগ জায়গাটি পর্যাপ্ত উঁচু না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

উপকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল থেকে উপকেন্দ্রে পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে পানি বাড়তে থাকে। এ উপকেন্দ্রের ৩৩/১১ কিলোভোল্টের দুটি ট্রান্সফরমারের মাধ্যমে জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ উপজেলায় বিউবোর গ্রাহকসংখ্যা প্রায় ১৬ হাজার।


বিউবোর মৌলভীবাজার জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক এস এম ইকবালের নেতৃত্বে একটি দল মঙ্গলবার দুপুরে উপকেন্দ্রটি পরিদর্শন করে। তিনি গণমাধ্যমকে বলেন, উপকেন্দ্রটি ঝুঁকির মুখে রয়েছে। তবে এখনো বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে। পানি বাড়লে দুটি ট্রান্সফরমার ডুবে যেতে পারে।


তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন