ঢাকা
খ্রিস্টাব্দ

দুই বিভাগে পাহাড়ধসের সতর্কবার্তা, বন্দরে সতর্কসংকেত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1848408 জন

  • নিউজটি দেখেছেনঃ 1848408 জন
দুই বিভাগে পাহাড়ধসের সতর্কবার্তা, বন্দরে সতর্কসংকেত
ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে বৃষ্টি বেড়েছে। ভারি বর্ষণের আশঙ্কায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড়ধসের সতর্কতাও জারি করা হয়েছে। 


এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি আরো বাড়তে পারে।



দেশজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে কোথাও কোথাও। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক কালের কণ্ঠকে বলেন, মৌসুমি বায়ু এখন পুরোপুরি সক্রিয় হয়েছে। এর প্রভাবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সারা দেশেই বৃষ্টিপাত বাড়বে।


রাজধানীতেও হালকা বৃষ্টি হতে পারে।

 

আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ৪৬ জেলায় হালকা থেকে অতিভারি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি ছিল। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হয়েছে।


সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১৬৭ মিলিমিটার।

আজ বুধবার ভোরে ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আটজন রোহিঙ্গাসহ ৯ জন পাহাড়ধসে নিহত হয়েছে। নিহতদের মধ্যে রোহিঙ্গা স্বামী-স্ত্রী এবং স্থানীয় এক স্কুলছাত্র রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন