ঢাকা
খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে ব্জ্রপাতে নিহত ৪, একজন নিখোঁজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1854977 জন

  • নিউজটি দেখেছেনঃ 1854977 জন
রাঙ্গামাটিতে ব্জ্রপাতে নিহত ৪, একজন নিখোঁজ
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির লংগদুতে পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজন নিহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন একজন।


শনিবার (১৫ জুন) বিকেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান।


অন্যদিকে একই উপজেলার মাইনি বাজার থেকে বাজার শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরও তিনজন নিহত হয়েছেন। তারা কাপ্তাই হ্রদে বোটে থাকা অবস্থায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০)ও ওবায়দুল্লাহ (৩০)। একই ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। তিনি হলেন বোটচালক আক্কাস আলী (৪৫)।


লংগদু থানার ওসি হারুনুর রশিদ বলেন, আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।


রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ