ঢাকা
খ্রিস্টাব্দ

দুই পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা ইসির

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1854780 জন

  • নিউজটি দেখেছেনঃ 1854780 জন
দুই পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা ইসির
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন ও বরিশাল জেলার গৌরনদী পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ জুন নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।


বুধবার (১২ জুন) ইসি উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।


এতে বলা হয়েছে, আগামী ২৬ জুন নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভা সাধারণ নির্বাচন এবং বরিশাল জেলার গৌরনদী পৌরসভা মেয়রের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৬ জুন, বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।


এই অবস্থায়, নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভা সাধারণ নির্বাচন এবং বরিশাল জেলার গৌরনদী পৌরসভা মেয়রের শূন্য পদে উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৬ জুন বুধবার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।


উল্লেখ্য, আগামী ২৬ জুন আরও পাঁচটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন