ঢাকা
খ্রিস্টাব্দ

পাকিস্তানি পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1857325 জন

  • নিউজটি দেখেছেনঃ 1857325 জন
পাকিস্তানি পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভার থ্রিলারে হেরে গেছে পাকিস্তান। হারের পর পর এবার পাকিস্তানি পেসার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। হারিস রউফের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্টের সাবেক এক ক্রিকেটার। 


জুয়ান রাস্টি থেরন নামের এই সাবেক ক্রিকেটার ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে হয়ে খেলেছেন।


প্রোটিয়াদের হয়ে ৪টি ওয়ানডে ও ৯টি টি–টোয়েন্টি খেলেছেন। পরে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়েও। থেরন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশিতভাবে খুশি হলেও পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ  নিজের হ্যান্ডলে থেরন লিখেছেন, ‘আইসিসি, আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখব না? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে! হ্যারিস রউফকে আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়াতে সবাই দেখেছে।


যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, বল রিভার্স সুইং করায় তারা ইয়র্কার মারার চেষ্টা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া আর কেউ এখনো রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেননি। তবে পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন থেরন, যা নিয়ে বিতর্ক হলেও হতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন