ঢাকা
খ্রিস্টাব্দ

ঘূর্ণিঝড়ের পর এবার ৬ জেলায় বন্যার আভাস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1866226 জন

  • নিউজটি দেখেছেনঃ 1866226 জন
ঘূর্ণিঝড়ের পর এবার ৬ জেলায় বন্যার আভাস
ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব অনেকটাই কেটে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি আরো দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর মাঝেই এবার বন্যার আভাস দিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল বুধবার দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের ফেনী, বান্দরবান, চট্টগ্রাম জেলার কিছু নিম্নাঞ্চল স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকতে পারে। 


পাউবোর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার বিকেল ৩টায় চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে ছিল। পশুর নদের পানি বাগেরহাটের মোংলা পয়েন্টে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার; সারিগোয়াইন নদীর পানি সিলেটের সারিঘাট পয়েন্টে ২৬ সেন্টিমিটার; ধলাই নদীর পানি মৌলভীবাজারের কমলগঞ্জ পয়েন্টে ২১ সেন্টিমিটার এবং খোয়াই নদের পানি হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপরে ছিল। 


তবে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সজল কুমার রায়  বলেন, ‘আগামীকাল (বুধবার) পর্যন্ত এসব অঞ্চলের নদ-নদীর পানি কিছুটা বাড়তে পারে।


এরপর ভারি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা না থাকায় তা আবার কমতে পারে। এই মুহূর্তে তেমন ঝুঁকির কিছু দেখছি না আমরা।’

আবহাওয়াবিদরা বলছেন, আজ বুধবার থেকে সারা দেশেই বৃষ্টি কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে। ফিরে আসতে পারে তাপপ্রবাহ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ