ঢাকা
খ্রিস্টাব্দ

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1876558 জন

  • নিউজটি দেখেছেনঃ 1876558 জন
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসমত (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।


হাসমতের সহকর্মী জাহাঙ্গীর বলেন, সকালে একটি নির্মাণাধীন ভবনে আমরা কয়েকজন পাইলিংয়ের কাজ করছিলাম। হাসমত একটি লোহার পাইপ লম্বালম্বি দাঁড় করানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমরা এখনো তার পূর্ণ ঠিকানা পাইনি। শুধু নাম জেনেছি।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ