ঢাকা
খ্রিস্টাব্দ

গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস : আল জাজিরা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1881519 জন

  • নিউজটি দেখেছেনঃ 1881519 জন
গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস : আল জাজিরা
ছবি : সংগৃহীত

কাতার ও মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস। সোমবার (৬ মে) হামাসের একটি শীর্ষস্থানীয় সূত্র আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে।


আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের একটি শীর্ষস্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে গোষ্ঠীটি মিসরীয় এবং কাতারী মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত রয়েছেন।


সূত্রটি আরো জানিয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরীয় গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলের সাথে ফোনে কথা বলেছেন। তাদের অবহিত করেছেন যে যুদ্ধবিরতি সংক্রান্ত তাদের প্রস্তাবে সম্মত রয়েছে হামাস।


এ খবরে আনন্দ প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা। তবে চুক্তির বিষয়ে এখনো ইসরাইলের বক্তব্য পাওয়া যায়নি। বাকি ইসরাইলি গণমাধ্যমগুলো জানাচ্ছে যে এটি এমন প্রস্তাব নয়, যেটি ইসরাইল গ্রহণ করতে পারে।


অবশ্য মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বন্দীদের পরিবারকে বলেছিলেন যে হামাস এমন সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা আমাদের বন্দীদের পুনরুদ্ধার করতে সক্ষম করবে। তাই আমাদের রাফায় একটি অভিযান শুরু করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন