ঢাকা
খ্রিস্টাব্দ

ভালো পারিশ্রমিক পেলে আত্মজীবনীতে অভিনয় করবেন দ্রাবিড়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1782620 জন

  • নিউজটি দেখেছেনঃ 1782620 জন
ভালো পারিশ্রমিক পেলে আত্মজীবনীতে অভিনয় করবেন দ্রাবিড়
ছবি : সংগৃহীত

‘টাকা বেশি পেলে নিজেই অভিনয় করবেন’ -এমনটা যে মজার ছলেই বলেছেন রাহুল দ্রাবিড় তা বলার অপেক্ষা রাখে না। অ্যাঙ্করের করা প্রশ্নের জবাবের পর তার দুষ্টুমিমাখা হাসিই তার প্রমাণ।


যারা ভারতীয় ব্যাটারের ভিডিওটি দেখেননি তারা দ্রাবিড়ের খেলোয়াড়ী ক্যারিয়ার থেকে ধারণা নিতে পারেন। শান্ত শিষ্ট ভারতের সাবেক অধিনায়ককে খুব বেশি উদ্‌যাপন বা উল্লাসে মেতে উঠতে দেখা যেত না।



আনন্দ-উল্লাসে না থাকলেও নিজের কাজটা ঠিকই নিঁখুতভাবে করতেন তিনি। ব্যাটিংয়ে এতটাই দৃঢ়তার পরিচয় দিয়েছেন যে এক সময় তার নামের পাশে ‘দ্য ওয়াল’ বিশেষণ জুড়ে যায়।

সেই দ্রাবিড় গতকাল সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডসে এসে ভিন্নরূপে ধরা দিয়েছেন। তার আত্মজীবনী নিয়ে সিনেমায় কে অভিনয় করতে পারেন এমনটা প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন,‘ টাকার অঙ্কটা ভালো হলে আমি এই ভূমিকায় অভিনয় করব।



দীর্ঘ অপেক্ষার পর দ্রাবিড়-রোহিত শর্মার জুটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট জিতেছে ভারত। তবে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়ে ভারতের কোচের পদ ছেড়েছেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ জয়ের অনুভূতি জানাতে গিয়ে ৫১ বছর বয়সী কোচ বলেছেন,‘সত্যি বলতে ভিন্ন কিছু করতে চাইনি। ওয়ানডে বিশ্বকাপে দারুণ এক সময় কেটেছে আমাদের।



আগে আমাদের যে আবহ ছিল সেই একই শক্তিতে এগিয়ে যাওয়াই লক্ষ্য ছিল দলের। এরপর আমরা সামান্য ভাগ্যের আশায় ছিলাম।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন