ঢাকা
খ্রিস্টাব্দ

এক হাজার টাকার নোট চলবে: ড. সালেহউদ্দিন আহমদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1785076 জন

  • নিউজটি দেখেছেনঃ 1785076 জন
এক হাজার টাকার নোট চলবে: ড. সালেহউদ্দিন আহমদ
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত ১ হাজার টাকার নোট বাতিলের গুঞ্জন শুরু হয়েছে। এমনকি একপর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ১ হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এটা যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।


গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে চীনে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীও উপস্থিত ছিলেন।


সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গটি তুলে ধরে সাংবাদিকরা এ বিষয়ে অর্থ উপদেষ্টার মতামত জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক। তারা যদি এমন কথা জানিয়ে থাকে, তাহলে তো এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এটা যেভাবে চলছে, সেভাবেই চলবে। এদিকে চীন থেকে উচ্চ সুদহারে নেওয়া ঋণের সুদের পরিমাণ কমানো ও পরিশোধের মেয়াদ আরো ১০ বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। অর্থ উপদেষ্টা বলেন, আমাদের দুই অ্যাম্বাসেডরের সঙ্গে কথা হয়েছে। যে প্রকল্পগুলোর কাজ চলছে, সেগুলো আমরা কন্টিনিউ করব। টেকনিক্যাল ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছি তাদের।


তিনি বলেন, আমাদের নিশ্চিত করেছে তারা সাধারণত যতটুকু করেন তার চেয়ে বেশি করবে। ভবিষ্যতে যে টাকা আসবে তা যেন মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে সময়মতো ব্যবহার হয় এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন তারা। চীন থেকে নেওয়া ঋণের বিষয়ে সুদের উচ্চহার কমাতে ও ফেরত দেওয়ার সময় আরো ১০ বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বলেও জানান তিনি। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চীন ও কানাডার সঙ্গে কিছু ইস্যু রযেছে। এগুলোর আলোচনা খুব বিস্তারিত করিনি। অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। উপদেষ্টা বলেন, আগের সরকার কিছু সমস্যা তৈরি করে দিয়েছে। অনেক প্রকল্প না নিলেও চলত, আমাদের ওপর ঋণের বোঝা পড়েছে। এগুলো দুঃখজনক ব্যাপার। আওয়ামী লীগ সরকার ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছে, সেটি কীভাবে কমাবেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা বড় চাপ। কারণ এগুলো দিয়েছে ওরা চুক্তি করে। ডোনারদেরকে বলতে হবে এটি বিরাট প্রেসার। এগুলো রিভিউ করা হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন