ঢাকা
খ্রিস্টাব্দ

পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুতদের বিক্ষোভ, অবরুদ্ধ আইজিপি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1782469 জন

  • নিউজটি দেখেছেনঃ 1782469 জন
পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুতদের বিক্ষোভ, অবরুদ্ধ আইজিপি
ছবি : সংগৃহীত

বিভিন্ন সময়ে চাকরি হারানো পুলিশ সদস্যরা তাদের চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। গতকাল রোববার দুপুরের পর থেকে পুলিশ সদর দপ্তরের গেটের সামনে অবস্থান নেন কয়েক শ পুলিশ সদস্য। এর ফলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর দপ্তরের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন।


জানা গেছে, সদর দপ্তরের সামনের সড়কের দুই লেন বন্ধ করে তারা বিক্ষোভ ও অবস্থান করলেও বিকেল প্রায় ৫টা পর্যন্ত পুলিশ প্রধান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


যারা আদালত ও বিভাগীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত। তারা নির্বাহী আদেশের মাধ্যমে চাকরি পুনর্বহালের দাবি তুলছেন। তারা জানান, বিসিএস পুলিশ কর্মকর্তারা চাকরি ফিরে পেলেও, তারা কেন পাবেন না? বিশেষ করে যারা বিভাগীয় মামলা ও আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদের চাকরি বহালের কোনো কারণ থাকা উচিত নয়। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ