ভেনিজুয়েলায় ১০ দিনের জন্য নিষিদ্ধ হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিতর্কিত নির্বাচন নিয়ে জনগণের রোষের মধ্যেই এ ঘোষণা দেন। আলজাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ নিষেধাজ্ঞা দিয়ে মাদুরো এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে উত্তেজনা নতুন উচ্চতায় নিয়ে গেলেন বলে মনে করা হচ্ছে।
মাদুরো বলেন, ভেনিজুয়েলার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কোনাটেলের উপস্থাপন করা এক প্রস্তাবনায় তিনি স্বাক্ষর করেছেন। ওই প্রস্তাবনায় এক্স (সাবেক টুইটার) ১০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ইলন মাস্কের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, ফ্যাসিবাদকে উসকে দেওয়ার অভিযোগও করেন তিনি। মাদুরো সরকারের সমর্থকদের এ পদযাত্রা শেষে তিনি বলেন, ‘ইলন মাস্ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সব নিয়ম লঙ্ঘন করেছেন।
রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ১০ দিনের জন্য ভেনিজুয়েলা থেকে এক্স-কে বের করে দেওয়া হয়েছে।
গত ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫১.২ শতাংশ ভোট পেয়ে মাদুরো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। নির্বাচনের ফল ঘোষণার পরপরই দেশটির জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। মাদুরোকে নিয়ে বলা অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দ্রুত ছড়িয়ে পড়ে।