ঢাকা
খ্রিস্টাব্দ

‘মালয়েশিয়ায় যেতে না পারা ৭০ শতাংশ কর্মী টাকা ফেরত পেয়েছে’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1818295 জন

  • নিউজটি দেখেছেনঃ 1818295 জন
‘মালয়েশিয়ায় যেতে না পারা ৭০ শতাংশ কর্মী টাকা ফেরত পেয়েছে’
ছবি : সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘বায়রা আমাদের জানিয়েছে যে মালয়েশিয়ায় যেতে না পারা ৭০ শতাংশ কর্মীর টাকা পরিশোধ করা হয়েছে। তবে কতজন কর্মী টাকা পেয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছি না। কারণ বায়রা এখনো তালিকা দেয়নি। 


বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বায়রাকে বলেছি, কর্মীরা যত টাকা দিয়েছে সেই টাকা পাওয়ার পর তারা অ্যাগ্রিমেন্ট সাইন করবে যে আমরা টাকা পেয়েছি। এরপর সেই তালিকা বায়রা আমাদের দেবে। তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই কতজন কর্মী টাকা পেয়েছে এখন এটা নিশ্চিত করে বলতে পারছি না। সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এই শ্রমবাজারটি আদৌ খোলা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মালয়েশিয়া সরকারের কাছে আমরা যেতে না পারা কর্মীদের বিষয় চিঠি লিখেছি। আগামী মাসে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক আছে। ওই  বৈঠক শ্রমবাজার খোলার বিষয় জানা যাবে।


এদিকে গতকাল বুধবারের মতো আজও সংযুক্ত আরব-আমিরাতের কারাদণ্ড প্রবাসীদের বিষয়ে কোনো হস্তক্ষেপ না করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যে দেশে বসবাস করবে সে দেশের আইন সম্পর্কে সচেতন থাকা উচিত। যারা সেই আইন ভঙ্গ করবে, দেশের ভাবমূর্তি নষ্ট করবে তারা শাস্তি ভোগ করবে। এখানে আমাদের কিছু করার নেই।’


তিনি আরো বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশের উন্নয়নে বেশির ভাগ প্রবাসীদের অবদান রয়েছে।


এই বিদেশি শ্রমবাজার এখন একটা মহল নষ্ট করতে চাচ্ছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন