ঢাকা
খ্রিস্টাব্দ

মায়ের মৃত্যুতে সাংবাদিক রূপা-শাকিল প্যারোলে মুক্তি পেলেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১১ জুন ২০২৫, ১১.১২ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১১ জুন ২০২৫, ১১.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 549562 জন

  • নিউজটি দেখেছেনঃ 549562 জন
মায়ের মৃত্যুতে সাংবাদিক রূপা-শাকিল প্যারোলে মুক্তি পেলেন

সাংবাদিক ফারজানা রূপার মায়ের মৃত্যুতে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। একই কারণে প্যারোলে মুক্তি পেয়েছেন রূপার স্বামী সাংবাদিক শাকিল আহমেদও।


চার ঘণ্টার জন্য তারা এ সুবিধা পাবেন।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার থেকে রূপা আর কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে শাকিল মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিভাগের কারা-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।  


কারাগার সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় কারাগারে বন্দী আছেন এই দম্পতি। গতকাল মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় রূপার মা হোসনে আরা বেগম মারা যান।  


ময়মনসিংহে তার জানাজা-দাফনের সময় উপস্থিত থাকতে ও শেষবারের জন্য দেখতে রূপা-শাকিলকে মুক্তি দেওয়া হয়।


হোসনে আরা বেগমের জানাজা আজ রাত ৯টায় ময়মনসিংহের ঘাগড়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে দাফন করা হবে।


জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন হলে বিদেশে চলে যাওয়ার সময় গত ২১ আগস্ট বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রূপা ও শাকিল। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১১ জুন ২০২৫, ১১.১২ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১১ জুন ২০২৫, ১১.১২ অপরাহ্ন