ঢাকা
খ্রিস্টাব্দ

বোনের পর মারা গেল ভাই, বাঁচল নবজাতক

সড়ক দুর্ঘটনা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1840365 জন

  • নিউজটি দেখেছেনঃ 1840365 জন
বোনের পর মারা গেল ভাই, বাঁচল নবজাতক
ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে দুই অটোরিকশার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে যুথি খাতুন নামের এক গৃহবধূর মৃত্যুর হয়েছে। তবে ওই গৃহবধূর কোলে থাকা তার তিনদিনের নবজাতক শিশুটি সুস্থ আছে। আর এঘটনায় আহত ওই গৃহবধূর ছোট ভাই জিহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।


রবিবার (৩০ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জিহাদের।  নিহত যুথী খাতুন ও জিহাদ ভাগ শিমলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে-মেয়ে।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে গত তিনদিন আগে যুথী খাতুন সন্তান প্রসব করেন। গত শনিবার বিকেলে যুথী খাতুন তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সাথে সিএনজি চালিত অটোরিকশা যোগে নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। 


পথিমধ্যে দলগাছা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়।


এতে দুইটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলেও তিনদিনের সন্তান অক্ষত থাকে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যুথি খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যায়।


নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন বলেন, ‘ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। যুথি খাতুন ও তার ভাই জিহাদ মারা গেছেন। তবে তিনদিনের কন্যা সন্তান সুস্থ রয়েছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন