ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুরে ইসলামি চক্ষু হাসপাতাল উদ্বোধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৪০ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৪০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 260712 জন

  • নিউজটি দেখেছেনঃ 260712 জন
মাদারীপুরে ইসলামি চক্ষু হাসপাতাল উদ্বোধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

'মাদারীপুরে "ঢাকা ইসলামি চক্ষু হাসপাতাল" এর শাখা উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলা শহরের ইটেরপুল রফিক সুপার মার্কেটের তৃতীয় তলায় এ হাসপাতালটি উদ্বোধন করা হয়। এতে রাজনৈতিক, প্রশাসনিক ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। পরে সেখানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, মাদারীপুরে ভাল কোন চিকিৎসা প্রতিষ্ঠান নাই। ইসলামি চক্ষু হাসপাতাল স্বল্প খরচে ভাল চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে আসায় সাধুবাদ জানাই। বিশেষ করে এখানে নিম্ন আয়ের মানুষ ভাল চিকিৎসা সেবা পাবে বলে আসা করছি। কারণ অনেক মানুষ আছে যারা টাকার অভাবে দূরে বা বাইরে কোথাও চিকিৎসা করাতে যেতে পারেন না। এজন্য এখানে একটা ভাল চিকিৎসা প্রতিষ্ঠানের দরকার ছিল। তবে হাসপাতাল একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হলেও সেটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান। তাই ইসলামি নাম থাকায় একটা ধর্মীয় বিষয় চলে আসে। এজন্য সকল ধর্মের মানুষ এখানে সঠিক সেবাটা যেন পায় সেদিকে খেয়াল রাখতে হবে।


বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাস মালিক সমিতি সদস্য জলিল তালুকদার। এছাড়াও ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান সহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৪০ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৪০ অপরাহ্ন