ঢাকা
খ্রিস্টাব্দ

সন্ত্রাসী হামলায় জেলা তাঁতীদলের নেতাসহ গুরুতর জখম -২

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১.০৪ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১.০৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 230798 জন

  • নিউজটি দেখেছেনঃ 230798 জন
সন্ত্রাসী হামলায় জেলা তাঁতীদলের নেতাসহ গুরুতর জখম -২
- ছবি সংবাদদাতা প্রেরিত।


মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নে পূর্ব শত্রুতার বিরোধের জেরে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটের সময় মাদবরেরচর ইউনিয়নের খাঁড়া কান্দি ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে।


মাদারীপুরের শিবচরে মাদুরচর ইউনিয়নের নুরুল ইসলাম উকিল( ৪৫)নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে যখন করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১১ টার দিকে মাদুরচর হাট সংলগ্ন এ ঘটনা ঘটে। গুরুতর আহত বালু ব্যবসায়ী ও মাদারীপুর জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম উকিল , তিনি ৩ নং ওয়ার্ডের খাড়াকান্দি গ্রামের তোতা মিয়া উকিলের ছেলে। এবং একই গ্রামের বাচ্চু উকিলের ছেলে মাদারীপুর জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উকিল (৪৫) কে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা তার গদি থেকে ইট চুরি করে আসছিল গত 24 শে আগস্ট ভোর সাড়ে তিনটার দিকে নুরুল ইসলাম উকিলের টিনের গদি ঘর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘর সহ ইট বালুর ক্ষতি হয়। আহত নুরুল ইসলাম জানান, তার দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় পাহারাদার টের পেয়ে প্রথমে নুরুল ইসলামকে খবর দিলে পরিবারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 


পরে স্থানীয় গণ গণ্যমান্যদের সঙ্গে আলোচনা শেষে তিনি শিবচর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর অভিযুক্তরা প্রথমে নুরুল ইসলাম উকিলকে হুমকি প্রদান করেন।


এতে সোমবার রাত ১১ টার দিকে মাদবরেরচর ব্রিজের ডালে মোটরসাইকেল নিয়ে অবস্থান করলে প্রতিপক্ষের ৬ ,৭ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে গুরুতর জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত নুরুল ইসলাম উকিলকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। একই ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ফরিদ উকিলকে কুপিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার করা হয়। আহত নুরুল ইসলাম বলেন হামলাকারীরা হলেন মিন্টু মাদবর জুনায়েদ চৌধুরী, সিরাজ জনি, ও সাগর এরা আমাকে দেশীয় অস্ত্র নিয়ে ছেন, চাপাতি, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত নুরুল ইসলাম উকিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসাক ডাক্তার রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, আহত অবস্থায় রোগী আমাদের জরুরী বিভাগে আসেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেছি। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনার বিষয়ে অবগত আছি এবং মামলা প্রক্রিয়া দিন রয়েছে ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১.০৪ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১.০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ