ফেনীর দাগনভূঞা পৌর শহরে ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে দাগনভূঞা বাজার এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানান, উভয় পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়, যা দীর্ঘ সময় ধরে চলে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোনাগাজী–দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তছলিম উদ্দিন জানান, বাজার ইজারা নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ সহিংসতা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ৩৮ জনকে আটক করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে যৌথ বাহিনী কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”