ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনী

বিএনপি'র অভ্যন্তরীণ কোন্দলে সহিংসতা, আটক ৩৮

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
দাগনভূঞা, ফেনী
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২.৫৬ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১.৪৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 885226 জন

  • নিউজটি দেখেছেনঃ 885226 জন
বিএনপি'র অভ্যন্তরীণ কোন্দলে সহিংসতা, আটক ৩৮
- ছবি সংবাদদাতা প্রেরিত।

ফেনীর দাগনভূঞা পৌর শহরে ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে দাগনভূঞা বাজার এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানান, উভয় পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়, যা দীর্ঘ সময় ধরে চলে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোনাগাজী–দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তছলিম উদ্দিন জানান, বাজার ইজারা নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ সহিংসতা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ৩৮ জনকে আটক করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে যৌথ বাহিনী কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
দাগনভূঞা, ফেনী
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২.৫৬ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১.৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ