ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে ট্যাক্সি চালক জনির দুটো কিডনি ড্যামেজ হয়ে অকালে মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 279849 জন

  • নিউজটি দেখেছেনঃ 279849 জন
বোয়ালখালীতে ট্যাক্সি চালক জনির দুটো কিডনি ড্যামেজ হয়ে অকালে মৃত্যু
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী ১৩নং ব্রীজ সংলগ্ন ক্রিস্টান পাড়ার বাসিন্দা জনি গোমেজ (৪৮) পেশায় একজন টেক্সি চালক দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি, গত ১৫ আগস্ট শুক্রবার তাঁর দুটো কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। 


স্থানীয় প্রতিবেশী জন রড্রিক্স জানায় এমত অবস্থায় বেশি অসুস্থ হয়ে পড়লে ১৬ আগস্ট শনিবার তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। সেখানে ১৭ আগস্ট রবিবার চিকিৎসারত অবস্থায় রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর। তাঁর দুই পুত্র সন্তান রয়েছে, বড় ছেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ও ছোট ছেলে স্থানীয় সেবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ে এছাড়াও তাঁর স্ত্রী এবং মা সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারসহ পুরো ক্রিস্টানপল্লী জুড়ে নেমেছে শোকের ছায়া।

স্থানীয় প্রতিবেশী ভেরোনিকা গোমেজ জানান তাকে ১৮ আগষ্ট সোমবার চট্টগ্রামের পাথরঘাটা গির্জায় সমাধি প্রাঙ্গণে ধর্মীয় রীতি অনুসারে সমাহিত করা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ