মাদারীপুরের শিবচরে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীর মৌলিক অধিকার ও তাদের মেধার স্বীকৃতি হিসেবে সরকারি নীতিমালা অনুযায়ী ‘মেধা বৃত্তি-২০২৫’-এ অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে শিবচর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে শিবচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
আয়োজকরা জানান, পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দেওয়া সরকারি নীতিমালার অংশ, কিন্তু সাম্প্রতিক সময়ে বৃত্তি প্রদানে সীমাবদ্ধতা আনা হচ্ছে। এর ফলে অনেক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে। মানববন্ধনে বক্তারা দ্রুত সমস্যার সমাধান করে সকল শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিবচর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফাতেমা আক্তার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আমিন আহমেদসহ শিবচরের সকল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এ সময়ে শিবচরের আইডিয়াল স্কুল অ্যান্ড মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী খাদিজা বলেন, “আমরাও সরকারি স্কুলের মতো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। সরকারের কাছে এ সুযোগ দেওয়ার দাবি জানাই।”
মানববন্ধনে বক্তারা জানান, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়া শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অবিচার। তাই সরকারি নীতিমালার আলোকে সকল শিক্ষার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।