ঢাকা
খ্রিস্টাব্দ

নাগরপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নাগরপুর, টাঙ্গাইল
রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০.২৪ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 323852 জন

  • নিউজটি দেখেছেনঃ 323852 জন
নাগরপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিাবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইল আরিচা মহা সড়কে উপজেলা গেটের সামনে নাগরপুর প্রেসক্লাবের এ মানববন্ধনের আয়োজন করে।


নাগরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাংবাদিক আবু বকর সিদ্দিক, আব্দুল আলিম, কায়কোবাদ মিয়া ও তোফাজ্জল হোসেন তুহিন।


এসময় নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


সেই সাথে সারা দেশের বিভিন্ন স্থানে যে ভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে তা সুস্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলেও উল্লেখ করেন তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নাগরপুর, টাঙ্গাইল
রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০.২৪ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০.২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ