ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.৩৯ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.৩৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 759183 জন

  • নিউজটি দেখেছেনঃ 759183 জন
পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বুধবার (১ মে) দুপুরে উপজলার চন্ডিপুর এলাকার ৬৫ নং খোলপটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য লোকজন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে স্কুল ছাত্রীর মা অবিলম্বে ধর্ষণ চেষ্টাকারীকে বিচারের আওতায় আনার দাবি জানান।

ওই স্কুল ছাত্রীর নানী মহরম বেগম বলেন, আমার মেয়ে আর মেয়ের জামাই ঢাকায় থাকায় নাতনি আমার বাড়িতেই থেকে পড়াশোনা করে। ঘটনার পরে আমার বাড়িতে ৬/৭ জন লোক এসে আমাকে বাধ্য করে যাতে এটি নিয়ে বাড়াবাড়ি না করি। তিনি আরও বলেন, আমার জামাই  এ বিষয়ে থানায় অভিযোগ করে। থানায় অভিযোগ করার কারণে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার আমাকে ধমক দেয়। এসময় তিনি ধর্ষণ চেষ্টাকারী নুরুল ইসলামের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

৬৫ নং খোলপটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ফেরদৌসী সুলতানা বলেন, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার আমাকে ফোন দিয়ে বিভিন্ন প্রেসার দিয়েছে যার ফলে আমি মানববন্ধনে অংশ গ্রহণ করতে পারিনি। তবে অভিযুক্ত নুরুল ইসলামের সুষ্ঠ বিচার দাবি করছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২শে এপ্রিল) ৬৫ নং খোলপটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ১২ স্কুল শেষে নানা বাড়ী যাওয়ার পথে একই এলাকার নুরুল ইসলাম (৪৮) ঐ ছাত্রীকে মুখ চেপে পাশ্ববর্তী একটি  পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চষ্টা করে। পরে লোকজন আসার শব্দ পেলে ধর্ষণচেষ্টাকারী স্কুল ছাত্রীর হাত ছেড়ে দিলে সেই সুযোগে স্কুল ছাত্রী পালিয়ে যায়। পরে বাড়িতে এসে ঘটনার বিস্তারিত তার নানীকে বললে তার পরিবার থানায় অভিযোগ দিলে বহস্পতিবার রাতে চরখোলপটুয়া এলাকা থেকে ইন্দুরকানী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.৩৯ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ