ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এসময় একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলও উদ্ধার করা হয়।
গতকাল সোমবার ৪ আগষ্ট রাত ৯টায় ওই গ্রামের মজু মিয়ার মার্কেট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে থেকে যৌথ বাহিনী অস্ত্র গুলো উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসাবে ওই গ্রামের অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মজু মিয়ার দোকান সংলগ্ন এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দুইটা এক নলা বন্দুক, একটা দোনালা বন্দুক, দুইটা কিরিচ, পাঁচ রাউন্ড কার্তুজ ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )বায়েজিদ আকন্দ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।