ঢাকা
খ্রিস্টাব্দ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পরিণতির মুখে পড়বে কানাডা: ট্রাম্পের সতর্কবার্তা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 348054 জন

  • নিউজটি দেখেছেনঃ 348054 জন
ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পরিণতির মুখে পড়বে কানাডা: ট্রাম্পের সতর্কবার্তা

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা কঠিন হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “বাহ! কানাডা সবেমাত্র ঘোষণা করেছে যে, তারা ফিলিস্তিনের রাষ্ট্রের মর্যাদাকে সমর্থন করছে। এর ফলে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। ওহ কানাডা!!!”


এ ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির কার্যালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।


ফ্রান্স এবং যুক্তরাজ্যের সাম্প্রতিক ঘোষণার পর, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বলে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কারনি ঘোষণা করার একদিন পর ট্রাম্পের এই পোস্ট দিলেন। এর আগে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কানাডার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, এ সিদ্ধান্ত হলো হামাসকে পুরষ্কৃত করা।


হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট (ট্রাম্প) আগেই বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে সেটা হবে হামাসকে পুরস্কৃত করা। তিনি মনে করেন, হামাসকে কোনওভাবেই পুরস্কৃত করা উচিত নয়। তাই তিনি এমন কোনও সিদ্ধান্ত নেবেন না। তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য হচ্ছে গাজায় মানুষজনকে খাওয়ানো। তিনি এই মানবিক সংকট নিরসনের দিকেই মনোযোগ দিচ্ছেন। তবে এই কর্মকর্তা স্পষ্টভাবে জানাতে অস্বীকৃতি জানান যে, মার্কিন প্রশাসন কানাডার ঘোষণার পূর্বে কোনও ধরনের পূর্বাভাস পেয়েছিল কি না।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন