চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর। বুধবার ( ১৬ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, মোহাম্মদ আজগর চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত , জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি দেবী দত্ত, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি এস এম জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ পদাধিকার বলে সদস্য সচিব মনোনীত হয়েছেন।