ঢাকা
খ্রিস্টাব্দ

বার্সার স্বপ্নযাত্রা অটুট! ডর্টমুন্ডের জয়েও সেমিফাইনালে বার্সেলোনা

একদিকে হ্যাটট্রিক, অন্যদিকে ঘাম ঝরানো আত্মরক্ষা—ডর্টমুন্ডে রুদ্ধশ্বাস এক রাত পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো বার্সেলোনা!
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩.৫৫ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩.৫৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 869173 জন

  • নিউজটি দেখেছেনঃ 869173 জন
বার্সার স্বপ্নযাত্রা অটুট! ডর্টমুন্ডের জয়েও সেমিফাইনালে বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর দ্বিতীয় লেগে বুরুশিয়া ডর্টমুন্ড ৩-১ গোলে বার্সেলোনাকে হারালেও, প্রথম লেগে বিশাল ব্যবধানে জয় পাওয়ায় মোট অ্যাগ্রিগেটে ৫-৩ গোলের ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে কাতালান ক্লাব বার্সেলোনা।

ম্যাচ শুরু হওয়ার একদম শুরুতে হোম দলের আগ্রাসী মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। ১১ মিনিটেই সেরহু গিরাসি গোল করে ম্যাচে আগুন ধরিয়ে দেন। গোল পাওয়ার পর থেকেই ডর্টমুন্ড একের পর এক আক্রমণ চালাতে থাকে। ম্যাচের ৪৯ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করে যেনো শক্ত অবস্থানে দাড় করালেন সেরহু গিরাসি। ম্যাচের ৫৪ তম মিনিটে রামি বেনসেবাইনি আত্মঘাতী গোল করে বসেন, যা বার্সার জন্য হয়ে ওঠে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ। ম্যাচের রেশ ধরে এগোলেও, ডর্টমুন্ডের আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না। কিন্তু দলের হয়ে তৃতীয় গোল করে ৭৬ মিনিটে নিজের হ্যাট্ট্রিকটাও পূর্ন করেন গিরাসি।

বার্সার গোলরক্ষক ভোজচেখ শেজনি গুরুত্বপূর্ণ সময়ে একাধিক সেভ করে ম্যাচে ভারসাম্য ধরে রাখেন। ডিফেন্স এর দূর্বলতা কিছুটা হলেও ঘুচেছে শেজনির অসাধারণ দক্ষতার জন্য। হ্যান্সি ফ্লিক জানতেন প্রতিপক্ষ মরিয়া হয়ে ঝাঁপাবে। তাই তিনি দল সাজান রক্ষণভাগে ভারসাম্য রেখে। প্রথম লেগের ৪-০ ব্যবধান ছিল তাঁর বড় অস্ত্র। এই পরিকল্পনাই রক্ষা করলো বার্সার সেমিফাইনালের টিকিট।

সেমি ফাইনালে বার্সার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বায়ার্ণ মিউনিখ অথবা ইন্টার মিলান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩.৫৫ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩.৫৫ পূর্বাহ্ন