ঢাকা
খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়ন্স লিগে ভিলা পার্কে উত্তেজনার রাত

সেমি-ফাইনালের স্বপ্নে মুখোমুখি এস্টন ভিলা ও পিএসজি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ৮.১০ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ৮.১০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 864923 জন

  • নিউজটি দেখেছেনঃ 864923 জন
চ্যাম্পিয়ন্স লিগে ভিলা পার্কে উত্তেজনার রাত

প্রথম লেগে প্যারিসে পিএসজির বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের পর, আজকের ম্যাচে এস্টন ভিলার সামনে একমাত্র পথ—সাহসী ও আক্রমণাত্মক ফুটবল।


২-০ ব্যবধানে জয় পেলে অ্যাগ্রিগেট স্কোর হবে ৩-৩, যা ম্যাচকে নিয়ে যেতে পারে অতিরিক্ত সময়ে। তবে ভিলার স্বপ্ন সত্যি করতে হলে আরও বড় ব্যবধানের জয় আদায় করাও দরকার হতে পারে। অন্যদিকে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পরও পিএসজির আক্রমণভাগে রয়েছে যথেষ্ট শক্তি। প্রথম লেগের সুবিধাজনক অবস্থান ধরে রাখার লক্ষ্যে আজকের ম্যাচে তারা খেলবে রক্ষণভাগ দৃঢ় রেখে, সুযোগ পেলে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায়ের কৌশলে ওসমান ডেম্বেলে ও গনসালো রামোসের মতো খেলোয়াড়রা যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। ম্যাচের উল্লেখ্য সুবিধা থাকবে ভিলার কাছে, ঘরের মাঠে বরাবরের মতোই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলবে ভিলা। সমর্থকদের গর্জন, পরিচিত মাঠ এবং সাম্প্রতিক হোম পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। কোচ উনাই এমেরি ইতোমধ্যেই ম্যাচটিকে 'মরার আগে লড়াই' হিসেবে উল্লেখ করেছেন।


একদিকে পিএসজি যেখানে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে হিসেবি খেলবে, অন্যদিকে এস্টন ভিলা মরিয়া এক প্রত্যাবর্তনের খোঁজে। ভিলা পার্কে আজকের রাত তাই হয়ে উঠতে পারে এক ফুটবলীয় নাটকের কেন্দ্রস্থল, যেখানে ইতিহাস কিংবা বিস্ময়—দুটিই অপেক্ষা করছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ৮.১০ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ৮.১০ পূর্বাহ্ন