ঢাকা
খ্রিস্টাব্দ

পৃথিবীর কোনো দেশেই নেই রাষ্ট্রীয় খরচে হজ : ধর্ম উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২.৪২ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২.৪২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 879858 জন

  • নিউজটি দেখেছেনঃ 879858 জন
পৃথিবীর কোনো দেশেই নেই রাষ্ট্রীয় খরচে হজ : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রীয় খরচে হজ পৃথিবীর কোনো দেশেই নেই, এমনকি ইসলাম ধর্মেও এর অনুমোদন নেই। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা হজের মতো পবিত্র ধর্মীয় বিষয়টিকেও বিতর্কিত করেছেন। শনিবার চট্টগ্রাম নগরীর এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত চট্টগ্রামের বিবাহ রেজিস্ট্রারদের (কাজী) সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তিনি জানান, এখন থেকে শুধু ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত কর্মসূচির আওতায় রাষ্ট্রীয় খরচে কেউ হজে যেতে পারবে। অন্য কেউ এই খরচে হজ পালনে অংশ নিতে পারবে না।

সভায় তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৪১৪টি হজ্জ এজেন্সি কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে কোনো এজেন্সি হজ কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স পেতে চাইলে, তাদের কমপক্ষে ৭৫ জন হাজির ব্যবস্থাপনার সক্ষমতা থাকতে হবে।


এ সময় তিনি বিবাহ রেজিস্ট্রারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেন অতিরিক্ত ফি আদায় না করেন, তা কঠোরভাবে মেনে চলতে হবে। যারা নিয়ম লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ড. খালিদ হোসেন সমাজে ধর্ষণ, শিশু নির্যাতন এবং যৌতুক নিরোধে কাজীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, এই ঘৃণ্য অপরাধগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। এজন্য সমাজে ব্যাপক সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।


বাল্যবিবাহ প্রতিরোধ ও ফি সংস্কার বিষয়ে আলোচনা সভায় বাল্য বিবাহ নিরোধে কনের স্থায়ী ঠিকানার কাজীর মাধ্যমে বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, বিবাহ নিবন্ধন ফি ৩ ভাগে ভাগ করার বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও আলোচনা হয়। এই সভার আয়োজন করে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম। চট্টগ্রামের সব কাজী ও বিবাহ রেজিস্ট্রারগণ সভায় উপস্থিত ছিলেন এবং তারা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২.৪২ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২.৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ