শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় জাহিদ শিকদার (৩৫) পিতা মান্নান শিকদার নিহত হয়েছেন ও চার জন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকাল ১৭:৪৫ ঘটিকার সময় শিবচর থানাধীন বাশকান্দি ইউনিয়ন সম্ভুক ব্রিজের উপর মোটরসাইকেলে ভিকটিম ১/ জাহিদ শিকদার (৩৫), পিতা- মান্নান শিকদার, সাং- পূর্ব মাইজপাড়া, পোস্ট- পূর্ব মাইজপাড়া, থানা- ডাসার, জেলা- মাদারীপুর,। নিহত হয়েছেন, গুরুতর আহত অবস্থায় ২/ আবুল সরদার (৬০), পিতা- ছবেদ আলী সরদার, সাং- গৌরধন, থানা- গৌরনদী, জেলা- বরিশাল, ৩/ নাদিম মাহমুদ (২২) পিতা- বিল্লাল বেপারী, সাং মির্জাচর সিপাহকান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুরদ্বয় মোটরসাইকেল যোগে সম্ভুক ব্রীজের উপর পৌছালে মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ভিকটিমদ্বয় গুরুতর আহত হন।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন ভিকটিমদ্বয়দের উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জাহিদ শিকদারকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ভিকটিম আবুল সরদার ও নাদিম মাহমুদ প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রিফার্ড করেন।