বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ‘বিমসটেক’ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সম্মেলনটি দুই দিনব্যাপী চলবে এবং এটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।
প্রফেসর ইউনূস সম্মেলনের সাইড লাইনে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক বৈঠকে মিলিত হবেন, যা বুধবার (২ এপ্রিল) প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ডক্টর খলিলুর রহমান নিশ্চিত করেছেন।
এবারের সম্মেলনের শেষে, ৪ এপ্রিল থেকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।