ঢাকা
খ্রিস্টাব্দ

রায়পুরায় টাকা ও খাবারের প্রলোভনে ভারসাম্যহীন নারীকে ধর্ষণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১.৪১ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১.৪১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 929150 জন

  • নিউজটি দেখেছেনঃ 929150 জন
রায়পুরায় টাকা ও খাবারের প্রলোভনে ভারসাম্যহীন নারীকে ধর্ষণ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুরে ভারসাম্যহীন এক নারীকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে ধর্ষণ করেছে হাসিমপুর বাজারের মাংস ব্যবসায়ী কসাই খালেক।


প্রত্যক্ষ দর্শীরা জানান, সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত অনুমান ১২টা থেকে ১টার দিকে অনৈতিক এই ঘটনাটি ঘটেছে।


কসাই খালেক উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহের খোলা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান এর আগেও খালেক মিয়া বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন জেল খেটে আসছেন।


প্রত্যক্ষদর্শী শাহ আলম সরকার ও বাজার পাহারাদার শান্তি ফকিরসহ আরো একাধিক ব্যাক্তি জানান, গত রাতে হঠাৎ কসাই খালেক মিয়ার দোকান ঘর থেকে মেয়েলী কন্ঠ ও অস্বাভাবিক শব্দে মানুষ জড়ো হতে থাকে, পরে খবর পেয়ে আমরাও সেখানে যায়। গিয়ে দেখি কসাই খালেক মিয়ার অনৈতিক কর্ম কান্ড তার দোকানের সাটারের নিচ দিয়ে অনেকেই ভিডিও ধারণ করতেছে।


পরে আমরা খালেক মিয়াকে ডাকলে আরো ১০ থেকে ১৫ মিনিট পর খালেক মিয়া দোকানের সাটার খুললে মানসিক ভারসাম্যহীন এক নারী ও কসাই খালেক মিয়াকে আটক করে হাসিমপুর বাজারের গণ্যমান্য ব্যক্তিগণ। পরবর্তীতে বিষয়টি থানাকেও অবহিত করা হয়।


এবিষয়ে কসাই খালেক মিয়ার বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে কোনরকম বক্তব্য নেয়া সম্ভব হয়নি, তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া গেছে। কসাই খালেক মিয়ার পরিবারের লোকজন জানান রাতের ঘটনার পর আর বাড়িতে আসেনি।


এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১.৪১ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১.৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ