বিভিন্ন পেশাজীবী ও নেতাকর্মীদের নিয়ে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী শিবচর উপজেলা বিএনপি ও পৌরসভা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ একসঙ্গে ইফতার করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি শিবচর উপজেলা শাখার আহ্বায়ক জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লার পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপির নেতা শাহাদাত হোসেন খান, বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিটন খান, রেজাউল করিম রাজা শেখ, যুবদলের নেতা জামাল বেপারী, মোঃ ফারুক মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির নেতৃত্বী বৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মী।
প্রধান অতিথি জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন গত বছর আমি আমার বাড়ীতে ইফতার করতে পারিনি আমাকে আসতে দেইনি ফ্যাসিবাদী সরকার ।