ঢাকা
খ্রিস্টাব্দ

গাড়ি খাদে পড়ে কনস্টেবল নিহত, আহত ৪ পুলিশ সদস্য

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৫.২৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৫.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 951480 জন

  • নিউজটি দেখেছেনঃ 951480 জন
গাড়ি খাদে পড়ে কনস্টেবল নিহত, আহত ৪ পুলিশ সদস্য
নাজমুল হাসান

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দায়িত্বরত এক পুলিশ সদস্য (কনস্টেবল) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একই গাড়িতে থাকা পুলিশের একজন এসআই ও আরো তিন কনস্টেবল।


বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আড়াইটার দিকে ডিউটিরত অবস্থায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজনিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


নিহত কনস্টেবলের নাম নাজমুল হাসান (৫০)। এ ছাড়াও গুরুতর আহত ৪ পুলিশ সদস্য হলেন- এসআই জিয়া উদ্দিন ভূইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম ও নুরুল আলম।

 

মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ সদস্য হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. মেহেদী হাসান বলেন, ‘দায়িত্বরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। পরে খবর পেয়ে সেখান থেকে ৫ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন।


তিনি আরো বলেন, ‘৪ পুলিশের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর সদস্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৫.২৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৫.২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ