ঢাকা
খ্রিস্টাব্দ

ইদুল ফিতরকে সামনে রেখে ভূঞাপুরে ক্রেতাদের ভিড়, তবে বেড়েছে চোরচক্রের উপদ্রব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১.৫১ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 947931 জন

  • নিউজটি দেখেছেনঃ 947931 জন
ইদুল ফিতরকে সামনে রেখে ভূঞাপুরে ক্রেতাদের ভিড়, তবে বেড়েছে চোরচক্রের উপদ্রব
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে রমজানের শরুতেই কেনাকাটায় ব্যাস্ত ক্রেতারা। মনে হচ্ছে মার্কেটগুলোতে ঈদের আমেজ লেগে গেছে। তবে বেড়েছে চোরচক্রের উপদ্রব।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের মসজিদ মার্কেট, ডাঃ গোলাপ হোসেন প্লাজা, মৌরিন সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটেই ক্রেতাদের ভিড় জমেছে। সেই তুলনায় পিছিয়ে নেই ফুটপাতের ব্যাবসায়ীরাও। নিম্ন আয়ের মানুষগুলো তাদের সাধ্যের মধ্যেই প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ঈদের কেনাকাটা করছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার ও শনিবার শহরের বড় বড় মার্কেটসহ আশপাশের বিভিন্ন বিপণিকেন্দ্রে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।


ভূঞাপুর শহরের প্রিয়জন বস্ত্রবিপনী, সানী বস্ত্রালয়, আদিবা ফ্যাশন, সৈকত গার্মেন্ট, এসব স্বনামধন্য দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে।


ক্রেতারা বলেন, গত বারের তুলনায় তেমন আধুনিক কোন কিছু পাচ্ছিনা এবং দামের দিক থেকে অনেক বেশি। পরিবার এবং সন্তানদের মুখে হাশি ফুটিয়ে তুলতে বাধ্য হয়েই কিনতে হচ্ছে।


বিক্রেতারা বলেন, রমজানের প্রথম শুক্রবার শহরের মার্কেটগুলো জমতে শুরু করলেও বেচাকেনা তেমনটা নেই। আমাদের থেকে ফুটপাতেই ভিড় বেশি।


তারা আরো বলেন, কেউ আসছেন কিনতে, কেউবা নতুন কালেকশন দেখতে। তবে অনেক বিক্রেতা বলছেন, এখনো পুরোপুরি ঈদের বাজার জমে ওঠেনি।


সানী বস্ত্রালয়ের মালিক ইবরাহীম খলিল জানান, কেনাকাটা আগের তুলনায় আজ ভালো। তবে বেশির ভাগ ক্রেতা ঘুরে ঘুরে কিনছেন এবং দেখছেন। ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে ভিড় করেছেন নানা বয়সী ক্রেতারা। অনেকেই কেনাকাটা করছেন, আবার অনেকে ঘুরে ফিরে দেখছেন।


তিনি আরো জানান, সম্প্রতি একদল মহিলা চোরচক্র বের হয়েছে। তারা কাপড়ের 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১.৫১ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১.৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ