নিউইয়র্ক সিটির পুলিশ কর্মকর্তা ও হবিগঞ্জের কৃতি সন্তান আজহারুল চৌধুরীকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। শনিবার (৮ মার্চ) নিউইয়র্ক পুলিশ একাডেমির পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ জানুয়ারি, ব্রুকলিনের লাফায়েত স্টেশনে একজন অসুস্থ ব্যক্তি সাবওয়ে ট্র্যাকে পড়ে যান। ৯১১ কল পেয়ে অফিসার আজহারুল চৌধুরী ও তাঁর সহকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি ফ্ল্যাশলাইট ব্যবহার করে আসন্ন ট্রেন থামিয়ে দেন এবং ট্র্যাকে পড়ে থাকা ব্যক্তিটিকে নিরাপদে উপরে উঠান। এই সাহসিকতার জন্য নিউইয়র্কের লোকজন তাঁকে হিরো হিসেবে দেখছেন।
আজহারুল বাংলাদেশি বংশোদ্ভূত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খাগাউরা চৌধুরী বাড়ির কৃতি সন্তান। তার বাবার নাম মাস্টার শফিকুল ইসলাম চৌধুরী ও মাতার নাম সায়েরা খাতুন চৌধুরী। ছোটবেলায় আজহারুল চৌধুরী মা-বাবার সঙ্গে নিউইয়র্কে পাড়ি দেন।
এদিকে এমন সম্মননা পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন আজহারুল চৌধুরী। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অর্জন বাংলাদেশের জন্য এবং হবিগঞ্জবাসীর জন্য অনেক বড় একটি অর্জন।