গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক (২৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ৩৯৬ কিমিঃ/৬-৮ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যুবকটিকে উদ্ধার করে বোনারপাড়া জিআরপি থানার পুলিশের সহায়তায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।
বোনারপাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, আহত যুবকের মাথা ও কোমরে গুরুতর আঘাতের কারণে সেলাই করা হয়েছে এবং তাকে স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
যুবকটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কেউ যদি তাকে চিনে থাকেন, তাহলে ০১৩২০১৭৮২৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন বোনারপাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ।
পুলিশ আশা করছে, দ্রুত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং তার পরিবারকে খবর দেওয়া যাবে।