চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।
সোমবার ( ১০ মার্চ) দুপুরে উপজেলার কানুনগোপাড়া ও জোট পুকুর এলাকায় এ অভিযান এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পন্য ভেজাল, ওজনে কম দেয়ার অপরাধে ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় লাকি স্টোর কে ৫,০০০/- - রাসেল স্টোর কে ৭,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ( ভৃমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
রমজান মাস সহ নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।