ঢাকা
খ্রিস্টাব্দ

গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সাদুল্লাপুর, গাইবান্ধা
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ৯.৪৯ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৯ মার্চ ২০২৫, ৯.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 960144 জন

  • নিউজটি দেখেছেনঃ 960144 জন
গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান
ছবি : সংবাদদাতা প্রেরিত।

গাইবান্ধা জেলা পুলিশের পাঁচজন নায়েক পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই-সশস্ত্র) হয়েছেন। আজ পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নিশাত অ্যাঞ্জেলা।


অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি তাদের আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ করার পরামর্শ দেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন—

জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা।জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), গাইবান্ধা। জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা। জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।


গাইবান্ধা জেলা পুলিশ পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের সফলতা ও দায়িত্বশীল কর্মজীবন কামনা করছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সাদুল্লাপুর, গাইবান্ধা
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ৯.৪৯ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৯ মার্চ ২০২৫, ৯.৪৯ অপরাহ্ন