ঢাকা
খ্রিস্টাব্দ

নির্মাণাধীন বেড়ীবাঁধের গাছের চাঁপায় স্কুলছাত্রী নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 990055 জন

  • নিউজটি দেখেছেনঃ 990055 জন
নির্মাণাধীন বেড়ীবাঁধের গাছের চাঁপায় স্কুলছাত্রী নিহত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরে গাছের নিচে চাঁপা পড়ে নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহসপতিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে এ ঘটনা ঘটে।


জানা গেছে, পিরোজপুরের বলেশ্বর নদীর তীরবর্তী নির্মানাধীন বেরিবাঁধের গাছ চাঁপায় তার মৃত্য হয়েছে। মিম্মি ভোরা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় ভোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।


নিহতের পিতা হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মা ও ভাইয়ের সঙ্গে বলেশ্বর নদীর পাড়ের মাঠে খেসারি ডাল তুলতে গিয়েছিল মিম্মি। এরপর সেখান থেকে পাশেই একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মানাধীন বেরিবাঁধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির ওপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।


পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন