ঢাকা
খ্রিস্টাব্দ

কুমিল্লা-১ আসন

খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থীর সমর্থনে মোটর শোভাযাত্রা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০.৫৬ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০.৫৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 410517 জন

  • নিউজটি দেখেছেনঃ 410517 জন
খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থীর সমর্থনে মোটর শোভাযাত্রা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিসের কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দাউদকান্দি ও তিতাস উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে গৌরীপুর এলাকা থেকে মোটর শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে ইলিয়টগঞ্জসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পূনরায় গৌরীপুর এসে শেষ হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করেন।


এ সময় তাদের দলীয় প্রার্থীর সমর্থন সম্বলিত ফেস্টুন, ব্যানার হাতে বিভিন্ন ধরনের স্লোগান  দিতে দেখা যায় নেতাকর্মীদের।


এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে, খেলাফত মসজিস মনোনীত এমপি প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল দাউদকান্দি ও তিতাসের ভোটারদের সমর্থন চেয়ে বলেন, ন্যায় ও ইনসাফ ভিক্তিক সমাজ গঠনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে একটি বৈষম্যহীন ইসলামিক রাষ্ট্র গঠনে সুযোগ দিন। তিনি আরও বলেন, বিগত দিনে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাপকভাবে দূর্নীতি ছড়িয়ে পড়েছিল। খেলাফত মসজিল জয়ী হলে সব ধরনের দূর্নীতি অনিয়ম বন্ধ করা হবে।


এসময় মোটর শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ জাহিদুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকসহ দাউদকান্দি ও তিতাস উপজেলার খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০.৫৬ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০.৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ