ঢাকা
খ্রিস্টাব্দ

প্রেমঘটিত ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৯.২৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৯.২৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 969205 জন

  • নিউজটি দেখেছেনঃ 969205 জন
প্রেমঘটিত ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেম সংক্রান্ত ঘটনায় নাদিম হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


নাদিম পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। নাদিম চরহোগলাবুনিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুইদিন আগে নিহত নাদিম তার দুলাভাই দেলোয়ার মীরের বাড়িতে আসেন। দেলোয়ার সকাল ৮টার দিকে স্থানীয় একটি ইটের ভাটায় কাজের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় নাদিমকে ঘরের পাশে একটি বাঁকা গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলানো দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। 


নিহতের দুলাভাই দেলোয়ার মীর বলেন, বাড়ির পাশের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাদিমের। রাত ১২টার সময় ওই মেয়েটির সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করতে দেখেছি নাদিমকে। তারপরেও বোঝা যাচ্ছে না, সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে। 


ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর আসল রহস্য মর্গের রিপোর্ট পেলে জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৯.২৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৯.২৭ অপরাহ্ন