ঢাকাসহ অন্যান্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিপ্রেক্ষিতে, যৌথবাহিনীর টহল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম জানিয়েছেন, আজ সন্ধ্যা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম আরো বাড়ানো হবে। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিজিবি মিলে একযোগে টহল পরিচালনা করবে।
সচিবালয়ে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে তিনি বলেন, রাজধানীসহ বেশ কিছু এলাকায় চেকপোস্ট স্থাপন করা হবে এবং এসব স্থানে তল্লাশি কার্যক্রম চালানো হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও শক্তিশালী করা হবে। পুলিশের মোটরসাইকেল সংখ্যা বাড়িয়ে শতাধিক করা হবে, যাতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, কক্সবাজারের পরিস্থিতি নিয়েও পুলিশ ও প্রশাসনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত জানানো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হবে।