ঢাকা
খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ধর্ষকের শাস্তির দাবিতে মহিলা দলের মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাহানূর ইসলাম | সংবাদদাতা
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১.১০ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১.১০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 946612 জন

  • নিউজটি দেখেছেনঃ 946612 জন
কুড়িগ্রামে ধর্ষকের শাস্তির দাবিতে মহিলা দলের মানববন্ধন
- ছবি সংবাদদাতা প্রেরিত।

মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে আসমা, রীতা পারভীন, সদস্য হালিমা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ের নৃশংস হত্যাকান্ড ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। শিশুটির শরীরে হায়েনার মতো আক্রমণ করে ক্ষতবিক্ষত করা হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। তাই ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। যাতে এমন জঘন্য অপরাধ করার আর কেউ সাহস না পায়। এছাড়া আমরা দেখেছি বিগত সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করা হয়। কিন্তু সেটার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাহানূর ইসলাম | সংবাদদাতা
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১.১০ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১.১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ