ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে স্বর্ণ ব্যাবসায়ীর উপর হামলা, স্বর্নলংকার ও নগদ টাকা ছিনতাই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ নাসির উদ্দিন চঞ্চল | আত্রাই, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নওগাঁ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৩ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1015404 জন

  • নিউজটি দেখেছেনঃ 1015404 জন
আত্রাইয়ে স্বর্ণ ব্যাবসায়ীর উপর হামলা, স্বর্নলংকার ও নগদ টাকা ছিনতাই
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা করে স্বর্নলংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  গতকাল ২৪শে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে ।


জানা যায়,আত্রাই সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিংকু জুয়েলার্সের স্বত্তাধিকারী নান্টু প্রামাণিক (৪০) প্রতিদিনের ন্যায় ওই দিন সন্ধ্যায় তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দাঁড়িয়াগাথী গ্রামে যাচ্ছিলেন। আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে পৌঁছলে ছিনতাই কারীরা তার মাথায় লোহার রড দিয়ে প্রচন্ড আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপর্যুপুরী আঘাত করে তার ব্যাগে রক্ষিত ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি চাঁদি ও নগদ ২ লাখ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়। 


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত ই খোদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ নাসির উদ্দিন চঞ্চল | আত্রাই, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নওগাঁ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৩ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ