বোয়ালখালীতে রহমত আলী সিফাত (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার থানা পুলিশ। ২৪ জুলাই দুপুর ৩টার দিকে পৌরসভার কধুরখীল চৌধুরী হাট এস এম টাওয়ারের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো কিছুই জানা না গেলেও এর রহস্য উদঘাটনে স্থানীয়দের নানান কানাঘুষা চলতে দেখা গেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়- সিফাত পশ্চিম কধুরখীল জামতল নুরুচচফা মেম্বারের বাড়ির মরহুম আবু জাফর সওদাগরের ২ পুত্র ও কন্যা সন্তানের মধ্যে সবার বড়। সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রকৌশলী বিদ্যা শেষ করছে বলে জানা গেছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান সাংবাদিকদের বলেন-পুলিশের একটি টীম সুরতহাল রিপোর্ট তৈরী পূর্বক লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে এটির আসল কারণ জানা যাবে।