ঢাকা
খ্রিস্টাব্দ

পুকুরে খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1872836 জন

  • নিউজটি দেখেছেনঃ 1872836 জন
পুকুরে খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে লিপন এবং মেহেদী হাসান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত লিপন (৬) ওই এলাকার রাশেদের ছেলে এবং মেহেদী হাসান (৮) মাঈদুলের ছেলে।


মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া।


বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া স্থানীয়দের বরাতে জানান, গরমের কারণে পুকুরের পানিতে গাছের গুঁড়িতে উঠে খেলছিল শিশু দুজন। খেলতে খেলতে এক সময় গাছের গুঁড়ির নিচে পড়ে যায়। এ সময় পানির নিচে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশু দুটি। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।


উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন