ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০.৫১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 438290 জন

  • নিউজটি দেখেছেনঃ 438290 জন
শিবচরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচর উপজেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৮ জুলাই) উপজেলার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরজানাজাত ইউনিয়ন শাখার আয়োজনে সামাদ খানের বাজার প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরজানাজাত ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নূর হুসাইন নূরানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) কর্তৃক মনোনীত মাদারীপুর-১ (শিবচর) আসনে এমপি পদ প্রার্থী মাওলানা আকরাম হোসাইন।


সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সদস্য মোঃ ফারুক হুসাইন।


এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ আল-আমিন সিরাজী, সেক্রেটারি মনিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হুসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটির চরজানাজাত ইউনিয়ন শাখা সদর হাজী আব্দুল হামেদ বেপারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সেক্রেটারি মাওঃ আবু বকর সিদ্দিক।


এসময় বক্তারা বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। সরকারের কাছে দাবি, গুম ও খুনের বিচার, আহত ব্যক্তিদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে না।


এসময় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,যারা এনসিপির ওপরে হামলা করেছে, তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল, তাদেরক অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।


সম্মেলনে ইসলামী যুব আন্দোলন চরজানাজাত ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করেন। ২০২৫-২০২৬ সেশনের জন্য মাওলানা নূর হুসাইন নূরানীকে সভাপতি, মুফতি আবু মুসাকে সহ-সভাপতি এবং মনির খানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান। 


সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০.৫১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০.৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ