শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা (মিঠু) চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) মরহুমের নিজ বাড়ির সংলগ্ন পাঁচ্চর স্ট্যান্ড মাঠে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নাদিরা মিঠু চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম, খন্দকার মাশুকুর রহমান মাশুক, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, সৈয়দ সেলিমুজ্জামান সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আনিসুর রহমান তালুকদার খোকন, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, কাজী হুমায়ুন কবির সদস্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, মাদারীপুর জেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক, এডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব, জাহান্দার আলী জাহান, বিএনপির নেতা এডভোকেট রোকনুজ্জামান, মাদারীপুর জেলা বিএনপির, যুগ্ন আহ্বায়ক, সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দীকী ,শিবচর উপজেলা বিএনপির, সাবেক সভাপতি, জাফর আহমেদ চৌধুরী, শিবচর পৌরসভার, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম মল্লিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময়, ডঃ আসাদুজ্জামান রিপন বলেন, গতকাল ১৬ জুলাই গোপালগঞ্জে একটি ঘটনা ঘটলো । নতুন রাজনৈতিক দল এনসিপি গোপালগঞ্জে পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলা করল ফলে সেখানে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হল। এটা কখনো কাম্য ছিল না।
এ সময় তিনি আরো বলেন, মরহুম নাজমুল হুদা (মিঠু) চৌধুরীর রাজনৈতিক অবদান ও সামাজিক কর্মসূচির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
পরিশেষে দোয়া ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।