মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে মো. বায়েজিদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়ন চরবাচামারা এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু বায়েজিদ ওই বাড়ির খলিল মাঝির ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সকালে শিশু বায়েজিদ বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে তার মা মিনারা বেগম তাকে খুঁজতে বের হয়।
এক পর্যায়ে শিশুর মা বাড়ির পুকুরে গিয়ে দেখে বায়েজিদের জুতা ভাসছে। তখন তিনি পানিতে নামলে শিশু বায়েজিদকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্যরা এসে শিশুটিকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।